হাওজা নিউজ এজেন্সি: হযরত রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
اَحَبُّ الاَْعْمالِ اِلَی اللّهِ عَزَّ وَ جَلَّ سُرُورٌ یُدْخِلُهُ مُؤْمِنٌ عَلی مُؤْمِنٍ، یَطْرُدُ عَنْهُ جُوعَهُ اَوْ یَکْشِفُ عَنْهُ کَرْبَهُ.
অর্থাৎ, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো – এক মুমিনকে খুশি করা, তার ক্ষুধা নিবারণ করা অথবা তার দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দেওয়া।”
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৩১২]
এই হাদিস আমাদের শিখায় যে প্রকৃত ইবাদত শুধু নামাজ, রোজা বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মুমিনের মুখে হাসি ফোটানো, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, বিপদে সাহায্য করা – এসবই আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ। তাই আমাদের উচিত সমাজে আনন্দ ছড়িয়ে দেওয়া, মানুষের কষ্ট লাঘব করা এবং একে অপরের সহায় হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
আপনার কমেন্ট